• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত                    খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত                    পানছড়িতে যথাযোগ্য জাতীয় শোক পালিত                    রাজস্থলীতে জাতীয় শোক দিবস পালিত                    কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত                    লামায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত                    বিলাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত                    জাতীয় শোক দিবস উপলক্ষে আঞ্চলিক পরিষদের আলোচনা সভা                    রাবিপ্রবিকে জাতীয় শোক দিবস পালিত                    বরকলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন                    মহালছড়িতে ৩ গ্রামবাসীকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবীতে বিক্ষোভ                    নানান কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটিতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন                    রাঙামাটিতে পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ                    বিএনপি-জামাত নির্বাচনের আগে নতুন প্রজম্মকে বিভ্রান্তের অপচেষ্টা চালাচ্ছে                    তিন দিনের টিউবওয়েল বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত                    কাপ্তাইয়ের গরীব ও দু:স্হ পরিবারের মাঝে চাল বিতরণ                    খাগড়াছড়িতে অপহৃতদের মুক্তির দাবীতে গ্রামবাসীদের বিক্ষোভ,৪ গ্রামবাসী উদ্ধার                    রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযানের দাবীতে মানববন্ধন                    এতিমখানা ও মোনঘর শিশু সদনে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ                    সমকাল সম্পাদকের মৃত্যুতে পানছড়ি প্রেস ক্লাবের শোক                    রাঙামাটিতে ভিসিএফের উদ্ভিদ ও প্রাণী জরিপ ফলাফল শেয়ারিং কর্মশালা                    
 

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ কর্মীকে কুপিয়ে হত্যা,সহকর্মী পলাতক

স্টাফ রিপোর্টার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2018   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে নতুন মনি চাকমা(৪২) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এক কর্মীকে  দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে বাঘাইছড়ি থানা পুলিশ


এদিকে, ইউপিডিএফের পক্ষ থেকে এ ঘটনায় জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে। তবে এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।


স্থানীয় গ্রামবাসীরা জানায়, বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউপি’র বালুখালী গ্রামে ইউপিডিএফ কর্মী নতুন মনি চাকমা ও তার সহকর্মী অমর রতন চাকমা ওরফে দর্শন বাড়ীর বাইরে বিছানা নিয়ে একটি গাছের নিচে ঘুমাতে যায়। রাত ১২টার দিকে নতুন মনি চাকমাকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।  রোববার সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নতুন মনির লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি  জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নতুন মনি চাকমা মৃত বাত্যা চাকমা ছেলে।


নিহতের স্ত্রী পঞ্চলক্ষী চাকমা জানিয়েছেন,শুক্রবার রাত ৮টার দিকে তার সহকর্মী অমর রতন চাকমা ওরফে দর্শনকে সাথে নিয়ে বাড়ীর বাইরে বিছানাপত্র নিয়ে বাড়ীর পাশে লিচু গাছের নিচে ঘুমাতে যায় তারা। গভীর রাতে ঘুম ভেঙ্গে জেগে বাড়ীর বাইরে গিয় দেখতে পান গাছের নিচে তার স্বামীর লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে তার স্বামীর লাশের পাশে কাউকে দেখেননি।


অপরদিকে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় নতুন মনি চাকমাকে কুপিয়ে হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। প্রেস বার্তায় এ ঘটনার জন্য জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপকে দায়ী করে বলা হয়, দেড় বছর আগে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপ ত্যাগ করে ইউপিডিএফে যোগ দেয়া নতুন মনি চাকমা। বঙ্গলতলি ইউনিয়নের বালুখালী গ্রামের নিজ বাড়িতে অমরতন চাকমা (দর্শন)সহ ঘুমোচ্ছিলেন। শুক্রবার রাত ১১টার দিকে অমরতন চাকমা কিছু একটা বলে তাকে ঘরের বাইরে কিছু দূর নিয়ে যায়। এরপর সেখানে আগে থেকে অপেক্ষমান এমএন লারমা গ্রুপের নেতা সুদর্শন চাকমা, জ্ঞানজিত চাকমা ও নবদীপ চাকমাসহ ১০ থেকে ১২ ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তাকে দা দিয়ে কুপিয়ে  খুন করে পালিয়ে যায়।

 

প্রেস বার্তায় অবিলম্বে নতুন মনি চাকমার খুনীদের গ্রেফতার ও শাস্তি এবং সন্ত্রাসীদের দিয়ে পরিচালিত খুন, অপহরণ ও নৈরাজ্য বন্ধের সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

 

এদিকে, জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরার সাথে যোগাযোগ করা হলে এ ঘটনার সাথে তার সংগঠনের কোন নেতাকর্মী এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই দাবী করে বলেন, তার সংগঠন এ ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে এ হত্যাকান্ডটি ইউপিডিএফের মধ্যে বিভাজন ও আভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটতে পারে। কারন নিহত নতুন মনি চাকমা ও পলাতক ব্যক্তি দুজনেই ইউপিডিএফের কর্মী এবং রাতে তারা এক সাথে ঘুমিয়েছিল। তার সংগঠনকে রাজনৈতিক হীন উদ্দেশ্য ও হয়রানী করতে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে বলে তিনি দাবী করেন।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, আভ্যন্তরীন কোন্দলের কারণে নতুন মনি চাকমা তার সহকর্মী দ্বারা খুন হয়েছে বলে ধারনা। নিহত ব্যক্তির মাথায় ও গলাসহ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

আর্কাইভ