• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

রাঙামাটির সুশীল সমাজের সাথে জেলা প্রশাসকের বিদায়ী শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2018   Monday

সোমবার রাঙামাটির সুশীল সমাজ ও সংবাদ কর্মীদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেছেন।


জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, বিশিষ্ট চিকিৎসক একে দেওয়ান, রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম,রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভূইয়া, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক কবির, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, জেলা স্কাউডস লিডার নুরুল আবছার প্রমুখ। অনুষ্ঠানে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশসক(সার্বিক) এসএম শফি,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলামসহ ছাড়াও রাঙামাটির সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, তিনি রাঙামাটি জেলা থেকে অন্যত্র বদলি হলেও এ জেলার মানুষকে চিরদিন মনে রাখবেন। তিনি তার ২৩ বছরের সরকারী চাকুরীতে দায়িত্ব পালনের সময় ১১টি জেলায় কাজ করেছেন । তবে রাঙামাটি জেলায় দেড় বছরের এই কর্মকালীন সময়টি ছিল তার কাছে সবচেয়ে স্মরণীয় । তিনি রাঙাামাটিকে ভালো বেসেছেন, ভালোবেসেছেন রাঙামাটিবাসীকে। রাঙামাটি মানুষের জন্য যে কোন সহযোগিতার তিনি আশ্বাস দেন।


গেল বছর ১৩ জুন ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় সেনাবাহিনী,বিজিবি,পুলিশসহ, সাংবাদকর্মীসহ সকলের সহায়তা দূর্য়োগ পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবেলায় করেছেন উল্লেখ তিনি আরো বলেন, দূর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও বন্ধুবান্ধবদের কাছ থেকে টাকা সংগ্রহ করে একটি দুযোর্গ মোকাবেলা ফান্ড গঠন করেছেন। বর্তমানে সেই ফান্ডে ২০ লক্ষ ৮০ হাজার টাকা স্থিতি রয়েছে। এছাড়া রাঙামাটিতে ভিক্ষুক মুক্ত করতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ ফ্ন্ডা গঠনে উদ্যোগ নিয়েছেন যেখানে বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তা- কর্মচারীরা একদিনের বেতন প্রদানসহ বিভিন্ন সংস্থার দেয়া নগদ অর্থ প্রদান করেছিলেন। বর্তমানে এ ফান্ডে প্রায় ২৪ লক্ষ টাকা স্থিতি রয়েছে।


তিনি বলেন, আগামীতে পাহাড় ধস হবে না তার কোন নিশ্চয়তা নেই। আর কয়েক মাস পর বর্ষা শুরু হবে। তাই এ ব্যাপারে আগাম সর্তকতা অবলম্বন করতে হবে সবাইকে।


রাঙামাটির মতো একাধিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে কাজ করাটা একটু দুরুহ ছিল উল্লেখ করে বিদায় জেলা প্রশাসক বলেন, তবে আমি চেষ্টা করেছি সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে সরকারী বিধিবিধান অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। তিনি অন্যান্য প্রতিষ্ঠাগুলো মধ্যে সমন্বয় রেখে এ জেলার উন্নয়নে কাজ করার পরামর্শ দেন।

 

তিনি নিজেকে ভাগ্যবান উল্লেখ করে জেলা প্রশাসক বলেন,রাঙামাটি জেলাটিতে প্রাকৃতিক, ভাষাগত,সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ন রয়েছে। পৃথিবীর কোথাও এই ধরনের বৈচিত্র্যপূর্ন স্থান নেই, শুধু রাঙামাটিতে এই বৈচিত্র্যপূর্ন রয়েছে। তাই এখানে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।


রাঙামাটিতে সংবাদকর্মীদের অবদানের কথা অমৃত্যূ মনে থাকবে উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, পাহাড় ধসের সময় সংবাদকর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন তা বলার অপেক্ষা রাখে না। তারা কোন নেগেটিভ রিপোর্ট করেননি বরং সহায়তা করেছেন তাকে। হয়তোবা তাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি কিন্তু কাউকে অসন্মান করিনি।


উল্লেখ্য, মোহাম্মদ মানজারুল মান্নান ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের উপ-সচিব হিসেবে বদলি হয়েছেন। নতুন জেলা প্রশাসক হিসেবে একেএম মামনুর রশীদ শিগগিরই যোগদান করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ