• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

লামার সরই ইউনিয়নকে উপজেলা করার গণবিজ্ঞপ্তি জারীর প্রতিবাদে ২৭ ও ২৮ ডিসেম্বর হরতাল

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Dec 2017   Sunday
no

no

লামা উপজেলাকে দ্বিখন্ডিত করে ৫নং সরই ইউনিয়নকে উপজেলায় রূপান্তর করার জন্য ২৮ ডিসেম্বর সরই ইউনিয়ন পরিষদে গণ শুনানী জারীর প্রতিবাদে রোববার  মানববন্ধন করেছে লামা রক্ষা পরিষদ নামের একটি সংগঠন।

 

মানববন্ধন কর্মসূচী থেকে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর দু`দিনের হরতাল ঘোষনা দিয়ে লামা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে  প্রধানমন্ত্রীকে  স্মারকলিপি প্রদানের ঘোষনা করা হয়েছে।

 

বান্দরবানের লামা উপজেলার সরই, ফাইতং, আজিজনগর ও গজালিয়াসহ ৪ ইউনিয়নকে নিয়ে সরই নামক পৃথক একটি উপজেলা গঠনের লক্ষ্যে গেল ১৪ ডিসেম্বর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি গণ বিজ্ঞপ্তি জারী করলে এ আন্দোলনের সূত্রপাত হয়।

 

মানব বন্ধন কর্মসূচী থেকে ৪দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। তারা ২৮ ডিসেম্বর লামা উপজেলায় সকাল- সন্ধা হরতাল, ২৭ ডিসেম্বর অর্ধ দিবস হরতাল, ২৬ ডিসেম্বর আন্দোলনকারীদের পক্ষে লামা রক্ষা পরিষদ কর্তৃক স্থানীয় শীর্ষ ব্যক্তিদের সাথে সৌজন্য মতবিনিময় ও ২৫ ডিসেম্বর বিকাল ৩ টা উপজেলা পররিষদের সামনে স্বাধীনতাস্তম্ভে আলোচনা সভা করবে।

 

তিন শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত স্মারকলিপিতে তারা দাবী করেছে সরই ইউনিয়নকে উপজেলা করার আবেদনে এলাকাবাসীর স্বাক্ষরের যে কাগজ সংযোক্ত করেছে সে স্বাক্ষরের কাগজ গুলো লামা উপজেলা আওয়ামীলীগের দলীয় মিটিংয়ের নেতা-কর্মীদের উপস্থিতির স্বাক্ষরিত কাগজ বলে দাবী করেন। এ ছাড়া আবেদনে আবেদনকারী কোন ঠিকানা এবং আবেদনের তারিখ উল্লেখ নেই। আবেদনকারী মোঃ ইলিয়াস, মিঃ টমাস ত্রিপুরা ও মিঃ মংনুচিং মার্মাকে গণ শুনানীতে উপস্থিত করার আবেদন জানান। মানব বন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল লামা উপজেলাকে দ্বিখন্ডিত করার লক্ষে মনগড়া আবেদনকারীর নাম উল্ল্যেখ করে বান্দরবান জেলা প্রশাসক বরাবরে একটি ভূয়া দরখাস্ত দিয়ে এ সমস্যাটা সৃষ্টি করেছে। তারা সরই ইউনিয়নকে উপজেলা করার আবেদনটি আরো অধিকতর তদন্ত করলে আবেদনটি ভূয়া প্রমানিত হবে বলে জোর দাবী জানান।

 

বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মুখে মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোহাম্মদ কামরুজ্জামান, মো. জালাল আহমদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, ইউছুপ মজুমদার, জাপান বড়ুয়া, লামা রক্ষা পরিষদের আহবায়ক মো. সাইফুল ইসলাম সোহেল, আনোয়ার হোসেন সোহেল। 

 

এ বিষয়ে লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইসমাইলের কাছ থেকে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, সরই ইউনিয়নকে উপজেলা করার জন্য  আবেদনে আওয়ামীলীগের মিটিংয়ের নেতা কর্মীদের উপস্থিতির স্বাক্ষরের কপি দিয়ে গন স্বাক্ষার দেওয়ার বিষটি আমি খতিয়ে দেখছি।

 

এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খিন ওয়ান নু  বলেন, আগামী ২৮ ডিসেম্বর সরই ইউনিয়কে উপজেলার করার জন্য জনগনের মতামত নেওয়ার জন্য সরকারী আদেশে গণবিজ্ঞপ্তি জারী করছি। চার ইউনিয়নের মানুষের মতামতের উপর ভিত্তি করে উপজেলা হবে। এ বিষয়ে কোন ব্যাক্তির অভিযোগ থাকলে গণ বিজ্ঞপ্তি অনুষ্ঠানে উপস্থাপন করতে পারবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ