• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে রাঙামাটিতে সনাকের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2017   Wednesday

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং সবার সমন্বয় প্রয়োজন শ্লোগানকে সামনে রেখে জেলা জিমনেসিয়াম চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটি কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম সফি কামাল। সচেতন নাগরিক কমিটি (সনাক), রাঙামাটির সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সনাক উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মং সানুচৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  রওশন আলী, দুদক সমন্বিত কার্যালয় রাঙামাটির সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। সনাকের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য নিরূপা দেওয়ান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য এ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

 

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয় নয় শিশুদের দুর্নীতিবিরোধী পাঠ পরিবারে বেশি করে কার্যকর হওয়া উচিত শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি সরকারি মহিলা কলেজ অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি মহিলা কলেজ বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সনাক সদস্য মুজিবুল হক বুলবুল এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সনাক সদস্য গৈরিকা চাকমা, স্বজন সদস্য এ্যাড. রাজীব চাকমা এবং রাঙামাটি পাবলিক কলেজের ইংরেজি প্রভাষক মুবিনুল হক।


অনুষ্ঠানে কলেজ পর্যায়ে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগীতা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে টিআইবি- রাঙামাটির ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী নাটক মেঘের আড়ালে ভোরের আলো মঞ্চায়ন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম সফি কামাল বলেন জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান বিশেষভাবে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে কিনা বা সাধারণ জনগণ সেবা সঠিকভাবে পাচ্ছে কিনা তা পরিমাপের জন্য তিনটি নির্দেশক রয়েছে সময়, ব্যয় ও পরিদর্শন। সেবাগ্রহীতা যদি সেবা নিতে গিয়েপ্রতিষ্ঠানে তাদের অধিক সময়, অতিরিক্ত ব্যয় এবং বারবার প্রতিষ্ঠানে আসতে হয় তাহলে প্রতিষ্ঠানে দুর্নীতি হচ্ছে বলে প্রতিয়মান হবে। বর্তমানে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে ডিজিটালাইজেশনে ফলে মানুষের দুর্নীতি ও হয়রানি কমে আসছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী বলেন, দুর্নীতি প্রতিরোধ করার জন্য তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করতে হবে এবং প্রত্যেকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।


প্রফেসর মং সানুচৌধুরী বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রম একক কোন কাজ নয়, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ও সবার সমন্বয় প্রয়োজন। সমাজের সদস্য হিসেবে এর দায় দায়িত্ব সবার উপর বর্তায়। তিনি আরও বলেন সমাজের অসংগতি দুর করার করার জন্য নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ