• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

জুরাছড়িতে আ‘লীগ ও অঙ্গ সংগঠনের ১১১জন নেতাকর্মীর পদত্যাগ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2017   Sunday

জুরাছড়ি আওয়ামী লীগের দু’দিন ব্যবধানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। রোববার অউপজেলা আওয়ামী লীগের প্রথম সারির ১৪ নেতাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নব্য যোগদানকৃত ১১১ জন নেতা পদত্যাগ খবর পাওয়া গেছে।

 

রোববার উপজেলা বাংলাদেশ বেতার জুরাছড়ি সংবাদদাতার কার্যালয়ে এসে তারা সাংবাদিকদের ছায়া কপির মাধ্যমে এ তথ্য জানান। পদত্যাগকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মায়া নন্দ দেওয়ান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক  সন্তোষ দেওয়ান, যুব লীগের সহ সভাপতি মিঠুন চাকমা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জতির ময় চাকমা, কৃষক লীগের যুগ্ন সম্পাদক বঙিম চাকমা, সাংগঠনিক সম্পাদক মাইকেল চাকমা, দপ্তর সম্পাদক বন চন্দ্র চাকমা, মহিলা বিষয়ক সম্পাদক নীল পুতি চাকমা, কার্যকরী কমিটির সদস্য সন্তোষ চাকমা, সুনিল কান্তি চাকমা, দয়ামুনি চাকমা, অরুন কান্তি চাকমা, জুরাছড়ি ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক কাকন মোহন চাকমা, সদস্য মোহর চাকমা।

 

পদত্যাগকৃত আওয়ামী লীগের নব্য সদস্য হচ্ছে ৭০ জন। তারা হচ্ছে- জুরাছড়ি ইউনিয়নের কুসুমছড়ি গ্রামের পিত্তি রাজ চাকমা, রেবতী চাকমা, নোয়া রাম চাকমা, এডিসন চাকমা, প্রিয় লাল চাকমা, রিপন চাকমা, মহেন্দ্র চাকমা, যতিন্দ্র চাকমা,কুঞ্জধন চাকমা, রিতু জীবন চাকমা,দয়াল চাকমা, ভিতর বালুখালী গ্রামের বিজয় লক্ষ্য চাকমা। 


বনযোগীছড়া ইউনিয়নের বহেরাছড়ি গ্রামের সুনীল চাকমা, বিন্দু চাকমা, প্রভু রঞ্জন চাকমা, জ্যোতি চাকমা, পূন্যসেন চাকমা, রাজেন্দ্র চাকমা, অরুন জীবন চাকমা, শ্রীকান্ত চাকমা, উদয়ন চাকমা, ধামাই পাড়া গ্রামের বিমল চাকমা, শৈলেন চাকমা,প্রীতি বিন্দু চাকমা, কৃষ্ণ মোহন চাকমা, কাংরাছড়ি(রাস্তা মাথা) গ্রামের দয়া কুমার চাকমা।


মৈদং ইউনিয়নের ৩ ওয়ার্ড সদস্যসহ ২৩ জন। তারা হচ্ছে- অঞ্জ লাল চাকমা, অনিল চাকমা, হিরো নাক্ষ্য চাকমা, লাল বিহারী চাকমা, ললিত চন্দ্র চাকমা, রবিধন চাকমা, বিক্রম চাকমা, নাগরি চাকমা, সজ্জিত তালুকদার, তপন চাকমা, রাঙ্গীদাশ চাকমা, দবনা চাকমা,জৎস চাকমা, প্রান্ত চাকমা, অরুন কুমার চাকমা, শান্তি প্রিয় চাকমা, নির্মল চাকমা, নিখিল প্রিয় চাকমা, মিঠুন চাকমা, কাঞ্চন কুমার চাকমা, সুরময় চাকমা, সুনীল বরণ চাকমা, ধনেশ্বর চাকমা, হিমায়ন চাকমা।


দুমদুম্যা ইউনিয়নের ২০ জন। তারা হচ্ছে-নোমেল চাকমা, কমলা রঞ্জন চাকমা, চিক্ক রঞ্জন চাকমা, অনিল বিকাশ চাকমা, সম্রাট সুর চাকমা, অনিল বরণ চাকমা, বিরভদ্র চাকমা, নিপুন্ন চাকমা, বিকাশ চাকমা, প্রীতি বিন্দু চাকমা, সুভনন্দ চাকমা, দয়া লক্ষী চাকমা, কালো নন্দ চাকমা, জীবন বিকাশ চাকমা, চান্দু চাকমা, সুন্দরী চাকমা, করুনা ময় চাকমা, কালা কেতু চাকমা, পদ্মা দেবী চাকমা পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সংগটক বিরঙ্গ লাল চাকমা।


এদিকে পদত্যাগকৃত মহিলা লীগের নব্য সদস্য ২৪ জন। তারা হচ্ছে- জুরাছড়ি ইউনিয়নের কুসুমছড়ি গ্রামের বিনঙ্গ লতা চাকমা(জুলি), ঊষা রানী চাকমা, বিত্তো লতা চাকমা, সুফলা চাকমা, রঞ্জন মগী চাকমা, রুপ্তা চাকমা, স্বপ্না দেবী চাকমা, দীপিকা চাকমা, কিরণ মালা চাকমা, লক্ষী রানী চাকমা, লতিকা চাকমা, ফুল রানী চাকমা, রিংকি চাকমা, মায়াবী চাকমা, সুন্দরী চাকমা, রুমি চাকমা. রুমেন চাকমা, মমতা দেওয়ান, লক্ষী দেবী চাকম।


বনযোগীছড়া ইউনিয়নের বেকাবেক্যা গ্রামের যত্নশোভা চাকমা, বহেরাছড়ি গ্রামের কামনা চাকমা, বিশাখা চাকমা, ঝর্না চাকমা।


পদত্যাগকৃত ছাত্র লীগের নব্য যোগদানকৃত কুসুমছড়ি গ্রামের অভিজিৎ চাকমা, সোহেল চাকমা, হিমেল চাকমা, রিটন চাকমা, মিটন চাকমা। বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া গ্রামের মিশর চাকমা।

 

পদত্যাগকারীরা জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সকল দলীয় কার্যক্রম থেকে সেচ্চায় অব্যহতি নিচ্ছেন। ইতিমধ্যে তারা দলের গঠনতন্ত্র অনুসারে পদত্যাগপত্র স্ব-স্ব সভাপতির কাছে পাটিয়েছেন বলে দাবী করেন।

 

কুসুমছড়ি জুলি, মমতা, ঊষারানী চাকমা এসময় জানান, আমরা কৃষি জীবি ও দিন মজুর। দিনে এনে দিনে খায়, কাজ না করলে পেটে ভাত জুতে না। এমন অবস্থায় কিছু না বুঝে সংগঠনে যোগ দিয়েছি। প্রায় সময় সভা-সমাবেশ তাকে তাতে যোগ দেওয়া সম্ভব হয়না। তাই দল থেকে আমরা সেচ্চাই পদত্যাগ করছি।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা দলীয় কর্মীর পদত্যাগ বিষয়ে মুঠোফোনে এবং পদত্যাগপত্র হাতে পেয়েছে বলে নিশ্চিত করেছেন।

 

যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান বলেন, যুব লীগের সহ সভাপতি মিটুন চাকমারসহ কিছু পদত্যাগপত্র হাতে পেয়েছি। গঠনতন্ত্র মূলে তাদের সদস্য বাতিলের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

মহিলা লীগের সভানেত্রী কল্পিতা চাকমা জানান জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নের কুসুমছড়ি, বহেরাছড়ি, অনন্দ পাড়ার অনেক গুলো নব্য যোগদানকারী সদস্যর সাধারণ সদস্য পদ বাতিলের পদত্যাগপত্র হাতে পেয়েছি।

 

জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা জানান, যে সব ছাত্রলীগের নেতাকর্মী পদত্যাগের গুনজন শুনা যাচ্ছে তারা উপজেলা ও ইউনিয়নের কোন সদস্য নয়। সুতরাং তারা কোন পদে পদত্যাগ করবে।

 

কৃষক লীগের সভাপতি কেতন চাকমা বলেন, যুগ্ন ও সাংগটনিক সম্পাদকসহ আট জনের পদত্যাগপত্র নিশ্চিত করে বলেন, এই কমিটি এখনো অনুমোদ পাওয়া যায়নি। সুতরাং পদত্যাগের প্রয়োজন হয় না। তারপরেও বিধি মোতাবেক তাদের আবেদন মঞ্জুর করা হবে।

 

উল্লেথ্য গেল ৮ ডিসেম্বর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১২ জন নেতা কর্মী এক যোগে পদত্যাগ করেন।                                                             আওয়ামীলীগের বিবৃতিঃ

এদিকে গেল শনিবার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মূছা মাতব্বের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন, বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ এর উপজাতি নেতা-কর্মীদের মৃত্যুর ভয় দেখিয়ে দল থেকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে আসছে। জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ এবং সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যার পর জেএসএস সন্ত্রাসীরা আওয়ামী লীগ এর স্থানীয় উপজাতীয় নেতা-কর্মীদের দল থেকে পদ ত্যাগের জন্য অস্ত্রের মুখে বাধ্য করছে বলে অভিযোগ করা হয় প্রেস বার্তায়।

 

বিভিন্ন গণমাধ্যমে জুরাছড়ি উপজেলার ১০/১২জন উপজাতীয় নেতা-কর্মী আওয়ামী লীগের সংগঠন থেকে পদত্যাগের সংবাদ প্রকাশিত হলেও কোনো পদত্যাগ পত্র জেলা আওয়ামী লীগ এর বরাবর আসেনি বলে প্রেস বার্তায় আরো দাবী করা হয়েছে।

 

 প্রেস বার্তায় এ ধরণের চাপের মুখে যদি কোনো নেতা-কর্মীকে পদত্যাগের জন্য বাধ্য করে, তাহলে রাঙামাটি জেলা আওয়ামী লীগ এর কাছে তা গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে বলা হয়, শত অপচেষ্টা করলেও রাঙামাটি জেলা আওয়ামী লীগ সব বিষয় রাজনৈতিকভাবে মোকাবেলা করে আসছে। হত্যার ভয় আর পদত্যাগে বাধ্য করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশ্চিহ্ন করা যাবে না। কেননা আওয়ামী লীগ ভেসে আসা কোনো দল নয়, আওয়ামী লীগ বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী তৃণমূলের সংগঠন। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ত্রবাজিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়ন ও গণতন্ত্রে বিশ্বাস করে।

 

প্রেস বার্তায় তিন পার্বত্য জেলার জনগণকে মুক্তি দেওয়ার জন্য অচিরেই অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারসহ অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যকর পদক্ষেপ করে দেশের অন্যান্য সমতল জেলার ন্যায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার জন্য দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ