• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    
 
ads

দীঘিনালায় ইউপিডিএফ কার্যালয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগ

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2017   Monday

খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কার্যালয়ের আসবাবপত্র ও অফিসিয়াল কাগজপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ইউপিডিএফ পিজেএসএস (এমএন লারমা) কে দায়ী করেছে। পিজেএসএস অভিযোগ অস্বীকার করেছে।


সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সদরের উন্নয়ন বোর্ড গেইট সংলগ্ন ইউপিডিএফ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের উপজেলা সভাপতি নিকেল চাকমা জানান, পিজেএসএস (এমএন লারমা) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতির সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে ইউপিডিএফ কার্যালয়ের আসবাবপত্র ও অফিসিয়াল কাগকপত্রে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে আমরা তাদের এই অগণতান্ত্রিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই। অবিলম্বে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান তিনি।


অভিযোগ অস্বীকার করে পিজেএসএস (এমএন লারমা) সমর্থিত উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি সমীর চাকমা জানান, দ্বিধাবিভক্ত ইউপিডিএফ’র আভ্যন্তরিন কোন্দলের কারনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনার সাথে আমাদের সংগঠনের কোনো নেতাকর্মী সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। নিজেদের সংগঠনের নোংড়া রাজনীতির দায়ভার চাপিয়ে পিজেএসএস (এমএন লারমা)’র সংগঠনিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইউপিডিএফ ষড়যন্ত্র করছে বলে জানান তিনি। এদিকে গত রবিবারে দীঘিনালা ডিগ্রি কলেজে এমএন লারমা সমর্থিত পিসিপি’র নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা এবং গতকাল ইউপিডিএফ কার্যালয়ের আসবাপত্রে অগ্নিসংযোগের ঘটনায় উভয় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এসব ঘটনাকে কেন্দ্র করে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘাতের আশংকা করছেন উপজেলার শান্তিপ্রিয় সাধারন মানুষ। তবে যেকোন অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কলেজ ক্যাম্পাসহ উপজেলা সদরের স্পর্শকাতর এলাকা সমূহে পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।


এদিকে দীঘিনালা ডিগ্রি কলেজে সন্ত্রাসী হামলায় মারাত্মকভাবে আহত পিসিপি নেতা অমর বিকাশ চাকমা ও রনজিত চাকমা আশংকামুক্ত বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে অমর বিকাশ চাকমা খাগড়াছড়ি হাসপাতালে এবং রনজিত চাকমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় দুইদিন পরও থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে।

 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দিন ভূইয়া জানান, কলেজে সন্ত্রাসী হামলা ও ইউপিডিএফ কার্যালয়ের আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা না ঘটে এ বিষয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয় প্রশাসন শতর্ক অবস্থানে রয়েছে। তবে এ দুটি ঘটনায় কোনোপক্ষই মামলার অভিযোগ করেনি। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ