• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা                    উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে মহালছড়িতে আনন্দ শোভাযাত্রা                    মহালছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন                    বিলাইছড়িতে আইসিডিপি’র বিশেষ স্বাস্থ্য সেবা শুরু                    স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনে বিলাইছড়িতে শোভাযাত্রা                    স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরনে বরকলে আনন্দ র‌্যালী                    উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রাঙামাটিতে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা                    রাঙামাটিতে আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতার সমাপ্ত                    বিশুদ্ধ পানির তীব্র সংকটে আলীকদম!                    উন্নয়নশীল দেশে উন্নতি হওয়ায় রাঙামাটি মেডিকেল কলেজের আনন্দ র‌্যালী                    রাঙামাটিতে নানান রোগে আক্রান্তদের চিকিৎসার্থে সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা                    পানছড়িতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা                    বিলাইছড়িতে ধারক দেয়াল ধসে আহত ১                    সভাপতি অমলেন্দু হাওলাদার ও সহ সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা নির্বাচিত                    পানছড়ি জোন কাপ ফুটবলে ফাতেমা নগর চ্যাম্পিয়ন                    রাঙামাটিতে শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ পালিত                    খাগড়াছড়িতে সড়ক অবরোধে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪                    রাবিপ্রবি`র ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা ২৩ মার্চ                    পিসিপি’র রাজশাহী মহানগর শাখার ১৯তম বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত                    রাঙামাটিতে দু’নেত্রীকে অপহরণ ঘটনায় শক্তিমান ও বর্মাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের                    সহজেই জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌছে দেওয়ায় আমাদের কাজ-মামুনুর রশিদ                    
 

রাঙামাটিতে তিন নারী সংগঠনের যৌথ কাউন্সিল অনুষ্ঠিতঃ নতুন কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2017   Thursday

হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির রাঙামাটি জেলায় নতুন কমিটি গঠন উপলক্ষে যৌথ কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাউান্সলের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের জেলা শাখার সভাপতি হিসেবে অনিতা চাকমা, সাধারন সম্পাদক সান্তনা খীসাকে(কার্বারী) এবং হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সভাপতি হিসেবে কুহেলী চাকমা ও সাধারন সম্পাদক দয়াসোনা চাকমা এবং ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা শাখায় সভাপতি শান্তি প্রভা চাকমা ও সাধারন সম্পাদক সান্তনা চাকমা(ইউপি মেম্বার) নির্বাচিত হয়েছেন।


বৃহস্পতিবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্টের (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির দপ্তর সম্পাদক রেনেসা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, বুধবার অনুষ্ঠিত রাঙামাটি সদর উপজেলাস্থ কতুকছড়ি এলাকায় হিল উইমেন্স ফেডারেশনসহ তিনটি সংগঠনের নতুন জেলা কমিটি গঠন উপলক্ষে যৌথ কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের উপদেষ্টা রাণী ইয়েন ইয়েন।

 

যৌথ কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক শান্তি প্রভা চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যৌথ কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মন্টি চাকমা।


আলোচনা সভার শুরুরতে পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিহতদের প্রতি স্মরণ ও সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেলের উপদেষ্টা রাণী ইয়েন ইয়েন বলেন, পার্বত্য চট্টগ্রামের জাতীয় মুক্তি আন্দোলনে পাহাড়ি নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। নারীরা আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে এখানকার আন্দোলন-সংগ্রাম সফল হবে না। তিনি বলেন, আমরা জানি প্রশাসন বিভিন্ন টালবাহানা করে কাউন্সিল অনুষ্ঠান করতে দেবে না। বিভিন্ন অজুহাত দেখিয়ে কাউন্সিল অনুষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা প্রদান করবে।


তিন নারী সংগঠনের কাউন্সিল ও আলোচনা সভায় কিছু কথা বলার সুযোগ করে দেয়ার জন্য নারী সংগঠনের নেতা-কর্মিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা রাজনৈতিক আন্দোলনে নারীদের জোরালো অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নারী-পুরুষের যৌথ ও জোড়ালো ভুমিকার মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে সরকার প্রশাসনের সকল অন্যায় নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।


তিনি আরো বলেন, হিল উইমেন্স ফেডারেশন শুধুমাত্র নিপীড়িত নারীদের প্রতিনিধিত্ব করে না। এই সংগঠন সমতলের সংখ্যালঘু জাতিসত্তাদের ওপর নিপীড়নের বিরুদ্ধেও সোচ্চার ভূমিকা পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে যেভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন সোচ্চার রয়েছে।


আলোচনা সভায় বক্তারা দাবী করে বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রামে পাহাড়ি সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যা নজিরবিহীন, অত্যন্ত ন্যাক্কারজক ও নগ্ন সাম্প্রদায়িক হামলার বহিঃপ্রকাশ।


এদিকে, অনুষ্ঠিত কাউন্সিল উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র লিখিত শুভেচ্ছা বার্তায় কাউন্সিলের সফলতা কামনা করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়,পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, গণধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে। নাটক, সিনেমায় ও বিজ্ঞাপনে নারীদের যেভাবে উপস্থাপনা করা হচ্ছে তাতে নারী সম্পর্কিত ভোগবাদী দৃষ্টিভঙ্গি সমাজে অবক্ষয়ের সৃষ্টি করেছে। শাসক শ্রেণী তার নিজের স্বার্থে এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনী কর্তৃক নারী নির্যাতন, খুন ও ধর্ষণ এবং জাতিগত নিপীড়নের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন যে নিরলস সংগ্রাম পরিচালনা করছে আমরা তার প্রতি সংহতি জানাই।বাংলাদেশে নারী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেই হিল উইমেন্স ফেডারেশন জোরালো ভূমিকা রাখবে বলে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র আশা প্রকাশ করে।


আলোচনা সভা শেষে কাউন্সিলের মাধ্যমে তিন নারী সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি জেলা শাখার নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে অনিতা চাকমাকে সভাপতি ও সান্তনা খীসাকে(কার্বারী) সাধারণ সম্পাদক ও পাইক্রামা মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে কুহেলী চাকমাকে সভাপতি, দয়াসোনা চাকমাকে সাধারণ সম্পাদক ও জেসী চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

এছাড়া ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নবগঠিত ১৫ সদস্যের কমিটিতে শান্তি প্রভা চাকমাকে সভাপতি, সান্তনা চাকমাকে(ইউপি মেম্বার) সাধারণ সম্পাদক ও প্রীতিবালা চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।


তিন সংগঠনের নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কাজলী ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ