• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

গ্রীনহীলের দরপত্র বিজ্ঞপ্তি

দরপত্র বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2017   Wednesday

 মোরসাইকেল এম্বুলেন্স ক্রয়ের দরপত্র

এনজিও হেল্থ সার্ভিস ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনএইচএসডিপি)

সহযোগিতায়: পার্থ ফাইন্ডার ইন্টারন্যাশনাল

বাস্তবায়নে: গ্রীনহিল

                                                                     দরপত্র প্রকাশের তারিখ: ২৯/৫/২০১৭        

                     

ক্র:নং

আইটেমের নাম

আইটেমের বিবরন              

একক                     

একক মূল্য

মন্তব্য

টিবিএস

হোন্ডা

এপেছি   

 

 

 

মোটরসাইকেলএম্বুলেন্স             

১) সিসি-১৫০, অকটেন/পেট্রোল চালিত

২) ধারন ক্ষমতা-৩ জন, ফোর স্ট্রোক, তিন চাকা বিশিষ্ট, এ্যালো হুইল

৩) রোগী বসার এবং শোয়ার জন্য বিছানার ব্যবস্থা থাকতে হবে

৪) রোগীকে দেখা-শুনার জন্য একজন সাহায্যকারীর বসার ব্যবস্থা থাকতে হবে

৫) জরুরী প্রয়োজনে চিকিৎসা সেবার জন্য ফাস্ট এইড বক্স রাখার জন্য ব্যবস্থা থাকবে

৬) সাবধানতার জন্য সাইরেন হর্ণ থাকতে হবে

৭) প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ক্লিনিক্যাল সরঞ্জাম রাখার ব্যবস্থা থাকবে

৮) উপরের ছাউনী মুভেবল হতে হবে

৯) গাড়ীর সাথে রোগীকে স্থানান্তরের জন্য একটি স্ট্রেচার রাখার ব্যবস্থা থাকতে হবে

১০) সংস্থার নির্দেশ মোতাবেক প্রকল্পের ম্যানুয়েল অনুযায়ী প্রয়োজনীয় স্টীকার বা লগো স্থাপন করতে হবে

 টি        

 

 

 

 

 

 

 

 

Note:                                                                   

            

মূল্য নির্ধারন: ট্রেড লাইসেন্স (ফটোকপি), ভ্যাট সার্টিফিকেট এবং আয়কর সনদপত্র (ফটোকপি) অত্র দরপত্রের সাথে সংযুক্ত করতে হবে।                                                                                                                                                     

মূল্য নির্ধারন: বর্র্ণিত পুর্ণাঙ্গ বিবরন অনুযায়ী সরবরাহকারীকে ভ্যাটের সমপরিমান অর্থের উপর ইউএসএআইডি কর্তৃক প্রদত্ত ভ্যাট কূপন গ্রহনে বাধ্য থাকিতে হইবে এবং অপরদিকে একক মূল্যের উপর ট্যাক্সসহ দর উল্লেখ করতে হবে।                                                                                                                                                     

দরপত্র/কোটেশন প্রদান: উক্ত দরপত্রটি/ কোটেশন আগামী ০১/৬/২০১৭ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে গ্রীনহিল, প্রধান কার্যালয়ে বিকাল ৫টার মধ্যে অফিসের ফ্রন্ট ডেস্ক শাখায় জমা দিতে হবে। সরবরাহে অভিজ্ঞতাসম্পন্ন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।                                                                                                                                                               

পন্য সরবরাহ ও সরবরাহের স্থান : সকল পন্য/মালামাল  চালানের মাধ্যমে সম্পূর্ন ভাল অবস্থায় কার্যাদেশে উল্লেখ সাপেক্ষে সম্ভাব্য আগামী ৩০/৬/২০১৭ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে গ্রীনহিল, ইন্দ্রানী হাউজ, চম্পকনগর, রাঙ্গামাটিতে সরবরাহ করা হতে পারে। এবং সরবরাহের পূর্বে তার গুনগত মান সংস্থার প্রতিনিধি কর্তৃক যাচাই করা হবে। পন্যের গুনগতমান অবশ্যই উল্লেখ করতে হবে।                                                                                                                                                       

দরপত্র  কোটেশনের কার্যকারীতা: দরপত্রে উল্লেখিত সকল মূল্য আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৭ইং তারিখ পর্যন্ত কার্যকর থাকতে হবে।                                                                                                                                                             

বিল পরিশোধ: সকল বিল সরবরাহকারীর ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। কার্যাদেশের অনুকুলে কোন প্রকার অগ্রীম প্রদান করা হবে না। তথাপি, অগ্রীম প্রদান আবশ্যক হলে তা কোটেশনে উল্লেখ করতে হবে।                                                                                                                                                        

মূল্য সংযোজন কর ও আয়কর: প্রত্যেক সংস্থা তার সরকারী বিধি অনুযায়ী উৎসে আয় কর ও মূল্য সংযোজন কর কর্তন করে থাকে। তবে, সরবরাহকারী কর্তৃক ইতোমধ্যে মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়ে থাকলে তার প্রমান দাখিল সাপেক্ষে মূল্য সংযোজন কর কর্তন করা হবেনা।    

                                                                                                                                              

বাধ্যবাধকতা: উল্লেখিত সংস্থা কোন প্রকার লিখিত পত্র ব্যতিত এই দরপত্র আহ্বান বা দরপত্র আংশিক/সর্ম্পূন গ্রহন/বর্জন/সংশোধন করার অধিকার সংরক্ষন করে থাকে।                                                                                                                                                          

বিস্তারিত তথ্যের জন্য উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।                                             

   

দরদাতা প্রতিষ্ঠানের নাম এবং স্বাক্ষর                                                              

                                                                                                তারিখ:                                                 

                                                                                                সীল                                                         

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ