• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    
 
ads

একজন নিভৃতচারী,বিনয়ী ও ধ্যানী ভিক্ষুর জীবন রক্ষায় এগিয়ে আসুন

মিলিন্দ তনচংগ্যা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2016   Thursday

আমরা সবাই মানুষ, মানুষের পাশে একমাত্র মানুষই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত রাখতে পারে। মানুষের ন্যুনতম সহযোগিতায় মানুষ বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তির সাধ পেতে পারে।

 

প্রবাদ আছে "ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগরের অতল" এ বিখ্যাত কথা গুলি যদি বাস্তবে প্রয়োগ করি তাহলে আমাদের সমাজ আরো সুন্দর ও বাসযোগ্য হয়ে ওঠে। তদ্রুপ আপনার সামান্য বালুকণার সহযোগিতায় (আমাদের কাছে অমূল্য ধন) একজন আমাদের মতো রক্তেমাংসে গড়া মানব ফিরে পেতে পারে তাঁর স্বাভাবিক সুস্থতা, সে আবার বসতে পারে গভীর ধ্যানে। চিন্তা করতে পারে সমাজ তথা রাষ্ট্র নিয়ে।

 

তিনি যোগাতে পারেন আমাদের চিন্তার খোরাক, ভাবতে বা সংস্কার করতে সহযোগিতা করতে পারেন পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা।

 

আমরা এমনি এক সাধকের জন্য শ্রদ্ধাদান (মানবিক সহযোগিতা) কামনা করছি। তিনি হলেন ধুতাঙ্গ সাধক ডঃ এফ দীপঙ্কর ভান্তের আশ্রয় গুরু, নির্মোহ, নীরব সমাজ সেবক-সংষ্কারক, পূজনীয় আজিতা মহাথের (ধ্যানী ভান্তে নামে সমধিক পরিচিত)। তিনি গত ০৯ সেপ্টেম্বর ২০১৬খ্রীঃতে ভান্তে যে গুহায় ধ্যান করতেন সেখানে হোচট খেয়ে ভান্তের পা ভেঙ্গে যায় তথা ফ্র্যাকচার হয় ।

 

উল্লেখ্য যে,গুহাটি নির্জন এবং জনমানবশূণ্য হওয়ায় ভান্তেকে উদ্ধার করা হয় হোচট খাওয়ার প্রায় দেড় দিন পর। ৮৫ বছর বয়সী ভান্তে চট্টগ্রাম পাঁচলাইশ এ ডেল্টা হাসপাতালে ৭ম তলা’য় ৭০৯ নং কেবিনে ডাঃ আশিষ কুমার তনচংগ্যা এবং ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন-এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে ভান্তেকে একটা অপারেশন করা হয়েছে এবং নিবিড় বিশ্রামে রাখা হয়েছে। আমরা সবাই জানি, আশিতিপর ধর্মীয়গুরু ধ্যানীভান্তে সবার শ্রদ্ধাদানে, সহযোগীতায়, প্রার্থনায় সু-চিকিৎসায় আবার ফিরবেন সবার মাঝে অহর্নিশ ধর্মীয় গাথায়, নির্বানীয় উপদেশে।

 

আবার বেঁচে থাকবেন মানবের মাঝে। তাঁর সু-চিকিৎসার জন্য ভান্তের অনুমতি সাপেক্ষে আমরা একটি চিকিৎসা তহবিল গঠন এবং সবার কাছে শ্রদ্ধাদান তথা মানবিক সহযোগিতা করে পূণ্য সঞ্চয়ে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ।

 

বিস্তারিত তথ্যের জন্যঃ ১. নাজিব কুমার তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৫৫৩১০৪৫৯৯ ২. উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৫৫৮৮৮৫৫৭৮ ৩. বিরলাল তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৮২০২০৮১৩৩ ৪. তন্ময় তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৮৩৪৯৩১৬০৬ ৫. শান্তিময় তঞ্চঙ্গ্যা (সেবক) মোবাইলঃ ০১৫৫৬৭৪২৫৬৪।

 

(বিস্তারিত তথ্যসহ হালনাগাদ করা হবে) যেখানে শ্রদ্ধাদান পাঠাবেনঃ বিকাশ পার্সোনাল নাম্বারঃ- ১. তন্ময় তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮৩৪৯৩১৬০৬ ২. রাজুময় তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮১৮৭৩৪৮৬১ ৩. বিরলাল তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮২০২০৮১৩৩ ৪. নাজিব কুমার তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮১১৩৭৭৮৩৭ ৫. বিমল তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৮৩৮৬৮০৯৪৫ ৬. গৌতম তঞ্চঙ্গ্যা বিকাশ নং- ০১৫১৫২২৩৩৯৭ ৭. মিলিন্দ তনচংগ্যা- বিকাশ নং- ০১৭৩৯৩৫৮২২৬.

 

ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং-১. তন্ময় তঞ্চঙ্গ্যা নাম্বার- ০১৫৫৩৭৪৭৫১০৩ ২. রাজুময় তঞ্চঙ্গ্যা নাম্বার- ০১৮১৮৭৩৪৮৬১৮ ৩. বিরলাল তঞ্চঙ্গ্যা নাম্বার- ০১৮২০২০৮১৩৩২ সোনালী ব্যাংক লিঃ বান্দরবান শাখা। সঞ্চয়ী হিসাব নং-১০০১৪৪৭২৯/৭৭ নাজিব কুমার তঞ্চঙ্গ্যা। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ