• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

রাঙামাটিতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে
সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে গণমাধ্যকর্মীসহ সবাইকে সহযোগিতা করতে হবে-নবাগত জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2016   Saturday

রাঙামাটিতে জেলা প্রশাসক হিসেবে সদস্য যোগদানকারী মোহাম্মদ মানজারুল মান্নান শনিবার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্সস মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। 

 

মতবিনিমকালে জেলা প্রশাসক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক রাঙামাটি গড়ার মতব্যক্ত করে জেলার সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে স্থানীয় গণমাধ্য কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।


জেলা প্রশাসন সন্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), মো. আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যােিজস্ট্রেট মোয়াজ্জেম হোসাইন ও স্থানীয় সরকার বিভাগের জেলা কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।


এসময় সাংবাদ কর্মীদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, দৈনিক সংবাদের পার্বত্য অঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী, বাংলাদেশ বেতারের রাঙামাটি প্রতিনিধি মোস্তফা কামাল, শান্তিময় চাকমা।

 

এর আগে নবাগত জেলা প্রশাসককে রাঙামাটিতে কর্মকর্মরত গণমাধ্যম কর্মীদের পক্ষ  থেকে ফুলের  তোড়া দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়।

 

নবাগত জেলা প্রশাসক আরো বলেন, রাঙামাটিতে বহু জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, ধর্ম, বর্ণ মানুষের বসবাস। এখানে সব সম্প্রদায়ের সম্প্রীতি ও সহাবস্থান রক্ষায় প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এখানে বিভিন্ন বিষয়ে কিছু অনাকাক্সিক্ষত ঘটনাও ঘটেছে। এমনকি তুচ্ছ বিষয়কে ঘিরেও নানা গুজব রটেছে। ভবিষ্যতে এরকম যাতে কিছু না ঘটতে পারে এবং সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এলাকার শান্তিশৃংখলা রক্ষায় প্রশাসেনর একার পক্ষে সম্ভব নয়, প্রয়োজন সবার ঐকান্তিক চেষ্টা ও সর্বাত্মক সহযোগিতা। এক্ষেত্রে প্রয়োজনে জনস্বার্থে কোনো বিস্ফোরন্মুখ সংবাদ তাৎক্ষণিকভাবে প্রচার থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক।

 

তিনি রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গরুপে চালুর বিষয়ে সর্বাত্মক সহায়তা দেবেন বলে মতব্যক্ত করেন।


উল্লেখ্য,গেল ২২ সেপ্টেম্বর বিদায়ী জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীনের কাছ থেকে অনুষ্ঠানিকভাবে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন নবগত জেলা প্রশাসক মানজারুল মান্নান। বিদায়ী জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর আগে মন্ত্রনালয়ের উপসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ