• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

ভূমি কমিশন কার্যকর হলে বাঙালিদের উচ্ছেদ হওয়ার আশঙ্কা সম্পূর্ণই অমূলক- ভূমি কমিশন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2016   Sunday

পার্বত্য ভূমি কমিশন কার্যকর হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিরা সকলেই নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ হবেন এ ধরনের ধারণা সম্পূর্ণই অমূলক। কেননা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে বলা আছে এ কমিশন শুধুমাত্র বিরোধপূর্ণ ভূমির বিষয়ে নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত প্রদান করবে।

 

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি(অবসরপ্রাপ্ত) আনোয়ার উল হক রোববার রাঙামাটিতে অনুষ্ঠিত কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

রাঙামাটির সার্কিট হাউজে  অনুষ্ঠিত বৈঠকে রাঙামাটি সার্কিট হাউসে অনুষ্ঠিত কয়েক ঘন্টা ব্যাপী বৈঠকে পার্বত্য ভূমি কমিশনের  চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হক ছাড়াও কমিশনের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), সদস্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার(রাজস্ব) মোমিনুর রশীদ আমিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, মং সার্কেলের চীফ সাচিং প্রু চৌধুরী, বোমাং সার্কেলের প্রতিনিধি সচিং প্রু উপস্থিত ছিলেন।

 

বৈঠক সূত্রে জানা গেছে,পার্বত্য এলাকায় ভূমি বিরোধ বিষয়ে নতুন করে দরখাস্ত আহ্বানসহ কমিশনের বাজেট, লোকবল নিয়োগ ও কর্ম পরিকল্পনা বিষয়ে আলোচনা করা হয়েছে।

 

এর আগে ভূমি কমিশনের বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভি পার্বত্য ভূমি কমিশনের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় পার্বত্য চট্টগ্রাম প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স  চেয়ারম্যান যতিন্দ্র লাল ত্রিপুরা, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি  জেলা প্রশাসক  মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল সাংবাদিকদের আরো বলেন, ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের জন্য কাজ করবে। কমিশন পার্বত্য এলাকার ভূমি বিরোধ নিস্পত্তির জন্য কাজ করবে।

 

সন্তু লারমা সাংবাদিকদের বলেন, সংশোধিত আইনের আলোকে আজকের ভূমি কমিশনের বৈঠক হয়েছে।  বৈঠকে কমিশনের কাজের ও কার্যপদ্ধতি কি হবে, বাজেট, লোকবল নিয়োগ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।  সংশোধিত এ ভূমি কমিশন আইনের মধ্য দিয়ে  পার্বত্য চট্টগ্রামে বিরাজমান  যে ভূমির সমস্যা রয়েছে তার নিরসন করা সম্ভব হবে বলে  তিনি আশা প্রকাশ করেছেন।

 

চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার  দেবাশীষ রায় বলেন, বৈঠকে কমিশনের ভবিষ্যতে কি প্রক্রিয়ার মাধ্যমে দরখাস্ত আহ্বান করা হবে, কমিশনের জনবলসহ সার্ভেয়ার নিয়োগ, পার্বত্য জেলায় ভূমি কমিশনের শাখা অফিস করার বিষয়ে আলোচনা হয়েছে।

 

তিনি আরো বলেন, পার্বত্য চুক্তির সাথে যে ধারাগুলো অসঙ্গতিপূর্ন  ছিল সেগুলো প্রধানমন্ত্রী দুর করেছেন। এখানে নতুন পুরাতন বিষয়ের উপর হিসাব না করে ২০০১ সালের আইনের আলোকে কমিশন তার কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ