• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

পাহাড় কন্যা রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের পদভারে মূখরিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2015   Sunday

ঈদের ছুটিতে পর্যটকদের পদভারে মূখরিত রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট। রাঙামাটির অন্যতম আকর্ষন পর্যটনের ঝুলন্ত  সেতুটি পানির নিচে ডুবে  থাকায়  অনেক পর্যটক হতাশ হয়ে ফিরে গেলেও বর্ষার মৌসুমের রাঙামাটির প্রকৃতি সৌর্ন্দয্যসহ কাপ্তাই হ্রদে নৌ-ভ্রমন ও শুভলং-এর ঝর্নার সান্ধিদ্য আপন মনে উপভোগ করছেন।

প্রতি বছর ঈদের ছুটিতে প্রকৃতির রাণী রাঙামাটির অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ভ্রমন পিপাসু  পর্যটক। এবার ঈদের ছূটিতে আনন্দ উপভোগ করতে পর্যটকরা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধদের  রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকরা ভিড় জমিয়েছেন। তবে গতবারের তুলনায় এবার ঈদের ছুটিতে পর্যটকের আগমন কিছুটা কম। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদে বন্ধের ছুটি বর্যা মৌসুমে পড়ায় ও  রাঙামাটি পর্যটনের প্রধান আকর্ষন পর্যটনের ঝুলন্ত সেতুটি প্রবল বর্ষনের কারনে কাপ্তাই হ্রদের পানি  নিচে ডুবে থাকায় পর্যটকদের আগমন কমে গেছে।

এদিকে,  দুই পাহাড়ের মাঝখানে অবস্থিত রাঙামাটি সরকারী পর্যটন স্পট আকর্ষনীয় ঝুলন্ত সেতুটি প্রবল বর্ষনে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বর্তমানে ঝুলন্ত সেতুটি প্রায় দুই ফুট পানির নিচে রয়েছে। বর্তমানে পর্যটনের ঝুলন্ত সেতু’র টিকেট বিক্রি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। তাই ছূটিতে  বেড়াতে  আসা পর্যটকরা সেতুর সৌন্দর্য্য উপভোগ করতে না  পেরে হতাশ। বেড়াতে আসা অনেক পর্যটক জানিয়েছেন, পর্যটনের ঝুলন্ত সেতুটি  পানির নিচে ডুবে থাকায় তার  সৌন্দর্য্যর উপভোগ করতে পারেননি। সেতুটি পানির নিচে ডুবে রয়েছে জানতে পারলে তারা এতদুর থেকে রাঙামাটিতে বেড়াতে আসতেন না।

অপরদিকে, পর্যটন  ঝুলন্ত সেতুটি পানির নিচে ডুবে থাকলেও বর্ষা মৌসুমে রাঙামাটির প্রকৃতি আপন মনে সেজেছে। তাই ছুটিতে বেড়াতে আসা অনেক পর্যটক বর্ষায় রাঙামাটি প্রকৃতির  সৌন্দর্য্য উপভোগ করতে পাহাড়  কিংবা  হ্রদে আনন্দে মেতেছেন। বর্ষায় রাঙামাটির পর্যটনের অপর আকর্ষন শুভলং ঝর্ণার তার আগের রুপ ফিরে  পেয়েছে। সেখানেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা  গেছে। এছাড়া অন্যান্য পর্যটন স্পট রাঙামাটির রাজবাড়ী, রাজ বন বিহার, ডিসি বাংলোসহ অনেক স্পটে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

পর্যটন নৌ ঘাটের ইজারাদার রমজান আলী জানান, বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুটি পানির  নিচে রয়েছে। ফলে অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা কম। তবে যেসব পর্যটক এসেছেন তারা বোট ভাড়া করে  কাপ্তাই হ্রদে  নৌ ভ্রমণসহ শুভলং ঝর্ণা, রাজবাড়ী, রাজ বন বিহার ঘুরে বেড়াচ্ছেন।  

রাঙামাটি সরকারী পর্যটন হলিডে কমপ্লেক্রে ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, বর্ষনের কারণে পর্যটনের ঝুলন্ত  সেতুটি গত ২ আগষ্ট থেকে পানির নিচে তলিয়ে  গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পানি কমে গেলে পর্যটকরা  ঝুলন্ত  সেতুর  সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ