• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    
 
ads

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে সেলাই মেশিন, ঢেউ টিন, নগদ অর্থ বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় দুস্থ্যদের মাঝে সেলাই মেশিন, ঢেউ টিন, নগদ অর্থ বিতরণ এবং স্থানীয় প্রশাসন-হেডম্যান কার্ব্বারীদের সাথে মতবিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি জোন সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় জোন অধিনায়ক লেপ্টেনেন কর্নেল তানভীর হোসেনের সভাপতিত্ব করেন। জোন উপ-অধিনায়ক মেজর নাজমুল হাসানের ধারা সঞ্চলনায় সভায় নবাগত জোন অধিনায়ক মুহাম্মদ আকতারুজ্জামান ফয়সাল, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ মঞ্চে উপস্থিত ছিলেন।


সভা শুরুতেই জোন অধিনায়ক লেপ্টেনেন কর্নেল তানভীর হোসেন নবাগত জোন অধিনায়ক মুহাম্মদ আকতারুজ্জামান ফয়সালকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এর পর সভায় উন্নয় পরিকল্পা ও বাস্তবায়ন চিত্র তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাই, ইউপি চেয়ারম্যান জুরাছড়ি ক্যানন চাকমা, বনযোগীছড়া সন্তোষ বিকাশ চাকমা, মৈদং সাধনানন্দ চাকমা এবং দুমদুম্যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা। এছাড়াও উম্মুক্ত আলোচনায় স্থানীয় হেডম্যান, কার্ব্বারী এবং গন্যমান্য ব্যক্তি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনর কথা তুলে ধরেন।
নবাগত জোন অধিনায়ক মুহাম্মদ আকতারুজ্জামান ফয়সাল বলেন, সেনা প্রসাশনকে পর্যাপ্ত ও সঠিক ভাবে সহযোগীতা প্রদান করা হয়, তাহলে এই উপজেলা আরো উন্নয়ন করা সম্ভব। যারা ব্যবসা ও পড়া লেখা করছেন তাদের আরো উন্নতি হবে।
তিনি আরো বলেন বিগত সময়ে যেভাবে পাহাড়ে সেনা বাহিনী প্রান্তিক পর্যায়ে সার্বিক সহযোগীতা প্রদান করেছে-বর্তমানেও এ সহযোগীতা অব্যহত তাকবে।


এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা আবেগিত হয়ে বলেন, বর্তমান পাবর্ত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতে জনপ্রতিনিধিরা যেন ফুটবল খেলার মাঠে বলের মত হয়ে পড়েছে। কেননা, বিরাজমান পরিস্থিতে এখন জনপ্রতিনিধিরা প্রতিবন্ধি বোবার মত স্বপ্নের কান্ডারী।


তিনি বলেন, আঞ্চলিক পরিস্থিতি এমন, কোন দুবৃত্তের হামলায় অপ্রীতিকর ঘটনা ঘটলেই অহেতুক ভাবে মামলায় জনপ্রতিনিধিদের নাম চলে আসতেছে। শুধু জনপ্রতিনিধিই নয়-স্থানীয় হেডম্যানদেরও সংযুক্ত করা হচ্ছে। সুতরাং বর্তমানে কোন ঘটনা ঘটলেই জনপ্রতিনিধিরা মামলার জটিলতার অসহায় মানবেত জীবন যাপন করতে হয়। এলাকায় সুষম উন্নয়নের ধারা অবহ্যত রাখতে এমন আইনি জটিলতায় নিরুপরাধদের মামলায় না জড়ানোর জন্য সেনা প্রশাসনের সুদৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।


পরে সতের জনকে আর্থিক অনুদান, ৫জন গৃহহীনদের জন্য ঢেউ টিন, দুস্থ্য নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য ২ জনকে সেলাই মেশিন, নারী ক্রিকেট খেলোয়ারদের জন্য ক্রিকেট সরঞ্জম ও জার্সি বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ